ওষুধ ভেবে কীটনাশক পানে কৃষকের মৃত্যু

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০১৯, ২১:১৮

কাশির ওষুধ ভেবে কীটনাশক পান করে আলমগীর হাওলাদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আলমগীর হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দশনাকান্দা গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেদুল ইসলাম জানান, আলমগীর হাওলাদারের কাশি ছিল। এজন্য তিনি ওষুধ খাচ্ছিলেন।

বৃহস্পতিবার রাতে ক্ষেতের কাজ শেষে ঘরে ফিরে কাশের সিরাপ ভেবে খেতে দেয়ায় কীটনাশক খেয়ে ফেলেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর হোসেনের মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :