নুসরাত হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০১৯, ২১:৩৩

যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে যশোর শহরের দড়াটানা মোড়ে মানববন্ধন ও পুত্তলিকা দাহ করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শুক্রবার বিকাল এ কর্মসূচি পালন করা হয়। সেখানে এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার মৃত্যুদণ্ডের দাবি তুলেছেন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘বনিফেস’।

সংগঠনের সদস্য ও আয়োজন কমিটির আহবায়ক আশিকুর রহমান শিমুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা প্রনব দাস, নারী ও শিশু আইন বিষয়ক সম্পাদক নুর-জাহান আরা নীতি, স্বেচ্ছাসেবী সংগঠন স্বজন সংঘের প্রতিষ্ঠাতা সাধন কুমার দাস, জাতীয় গণতান্ত্রিক পার্টির যশোর জেলার প্রতিষ্ঠা নিজাম উদ্দীন অমিত।

প্রধান অভিযুক্ত সিরাজ উদ দৌলার পুত্তলিকা দাহ করেন সংগঠনের উপদেষ্টা নুর-ইমাম বাবুল ও মনিরুজ্জামান মনির।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :