‘ইয়াবা ব্যবসা না ছাড়লে নিশ্চিহ্ন হয়ে যাবেন’

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০১৯, ২২:০০

‘ইয়াবা কারবারিরা আত্মসমর্পণ করুন, নইলে নিশ্চিহ্ন হয়ে যাবেন। ইয়াবা ব্যবসা করে দশ দিন বাঁচবেন, কিন্তু একদিন ঠিকই ধরা পড়বেন। মাল আনবেন, আলিশান বাড়ি করবেন- তা কাজে আসবে না। আপনি যতই কৌশলী ইয়াবার কারবার করেন না কেন- রেহাই পাবেন না। একদিন ঠিকই আইনের হাতে ধরা পড়বেন।’

শুক্রবার বিকালে টেকনাফ পৌরসভার বাস স্টেশন এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক সভায় পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘ইয়াবা কারবারিদের সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। তবে উদ্দেশ্যমূলকভাবে কাউকে ইয়াবা কারবারি বানানোর চেষ্টা করবেন না।’

পুলিশ সুপার বলেন, ‘স্কুল কমিটিতে কোনো ইয়াবা কারবারি থাকলে তাদের তথ্য দিন- ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া কোন জনপ্রতিনিধির দোহাই দিয়ে ইয়াবা ব্যবসা করলে তাদেরও রেহাই হবে না।’

তিনি বলেন, ‘ইয়াবা ব্যবসা বন্ধে সাংবাদিকরাও কাজ করছেন, তবে দুয়েকজন আছেন উদ্দেশ্যমূলকভাবে অনেক ভদ্র লোককে ইয়াবা কারবারি বানিয়েছেন। সাংবাদিকরা সমাজের চোখ, আপনাদের কলম দিয়ে যেন কোন নিরীহ লোক হয়রানির শিকার না হয়- সে দিকে খেয়াল রাখতে হবে।’

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য শফিক মিয়া, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, কমিউনিটি পুলিশিং সভাপতি নুরুল হুদা, টেকনাফ আল জামেয়া মাদ্রাসার পরিচালক মুফতি কিফায়ুতুল্লাহ শফিক, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :