নুসরাত হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০১৯, ১৩:২৯

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির যৌন নিপীড়নের পর আগুন দিয়ে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে।

এ সময় নুসরাত হত্যায় অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা এবং ঘটনায় জড়িত অন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের গণজাগরণ মঞ্চের সামনে এ মানববন্ধন হয়।

‘জাগো নারী বহ্নিশিখার’ ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হলেও এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা।

এই মানববন্ধনে বক্তব্য রাখেন- জাগো নারী বহ্নিশিখা সদস্য সচিব মনোয়ারা বেগম, আহ্বায়ক ফারুকা বেগম, উপদেষ্টা রফিক হাসান বাবলু, বন্ধুসভা সদস্য শিরিন জাহান প্রমুখ।

বক্তারা বলেন, ‘আর কত মৃত্যু হলে হত্যাকারীদের বিচার হবে। তনু-খাদিজারা আজও বিচার পায়নি। একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলেছে। কোনও হত্যার বিচার হয়নি। আমরা নুসরাত হত্যার তীব্র প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :