সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুহেলকে সম্মাননা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০১৯, ১৬:৩৩

বিগত কয়েক বছর ধরে ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যে ক্রীড়ার মাধ্যমে এক বন্ধুত্বের সেতু-বন্ধন তৈরী করে চেলেছেন যুক্তরাজ্য প্রবাসী সাহিদুর রহমান সুহেল ৷দেশে থাকা অবস্থায় একজন ক্রীড়াবীদ,ক্রীড়া সংগঠক,সাংবাদিক এবং সংস্কৃতি কর্মী হিসেবে এলাকায় বেশ সুনামের সঙ্গে কাজ করে গেছেন ৷

প্রবাসী হয়ে তার এ অগ্রযাত্রা থেমে থাকেনি,বরং মা-মাটির টানে বিলেতের নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধান দিতে গড়ে তুলেন "বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউ কে "সংগঠন ৷যে সংগঠনটির মাধ্যমে সকল বাংলাদেশী প্রবাসীদের নিয়ে সে সময় বঞ্চিত সিলেট বাসীর পক্ষে সিলেট বিভাগীয় স্টেডিয়াম-কে আন্তর্জাতিক করণে বার্মিংহামবাসীসহ যুক্তরাজ্যের প্রবাসীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে দাবিটি'র চূড়ান্ত বাস্তবায়ন করেন ৷বিশেষ করে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউ কে বাংলাদেশের বাইরে যুক্তরাজ্যের মতো জায়গায় ইতিমধ্যে তৃতীয় বারের মতো বাংলাদেশী ক্রীড়া উৎসব সফল সমাপ্তিতে দেশ-বিদেশে সবার নজর কেড়েছে ৷ক্রীড়া উৎসব মূলত বাংলাদেশের পুরোনো দিনের খেলাধুলা ও সংস্কৃতিক কর্মকান্ড স্বম্বলিত আবহমান বাংলার ঐতিহ্য,নানা ধরণের দেশীয় ফুর্তি-আমোদ ও বিনোদনের আয়োজন নিয়ে বাঙালি অধ্যুষিত শহর বার্মিংহামে এ উৎসব আয়োজন হয়ে থাকে !

এ উৎসবে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলা-ধুলা কাবাডি,কানামাছি,মোরগের লড়াই,বিসকুট দৌড় ,সুই-সুতা দৌড়,হাড়ি ভাঙা,চেয়ার দৌড়,দৌড়,গোল্লা ছুট,বালিশ দৌড়,মার্ভেল দৌড়,লুডু,দড়ি ফাল প্রভৃতি খেলাকে প্রবাসীদের মাধ্যমে পূর্ণ জাগরণ এবং নতুন প্রজন্মর কাছে পরিচয় করিয়ে দিতে তিনি এবং তার পরিষদ কাজ করে যাচ্ছে ৷

অতি সম্প্রতি সাহিদুর রহমান সুহেল বাংলাদেশ সফরে আসলে গত ১৬ মার্চ সিলেট জেলা সংস্থা তার এই অসামান্য অবদান স্বরূপ একটি অনারারি ক্রেস্ট তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাহি উদ্দিন সেলিম ৷এ ক্রেস্ট প্রদানকালে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন,গোলাম জাবির চুধুরী জাবু সভাপতি অনির্বান ক্রীড়া চক্র,কৃষ্ণপদ দে সম্পাদক প্রথম বিভাগ ভলিবল লীগ কমিটি,এ টি এম একরাম সম্পাদক প্রথমবিভাগ ক্রিকেটলীগ ৷

ক্রেস্ট প্রদান কালে মাহি উদ্দিন সেলিম বলেন,দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে ক্রীড়া উৎসবের মাধ্যমে সেখানে প্রতিবছর আরেকটি "বাংলাদেশ"উৎসবে মুখরিত হয় তাহা সত্যি আমি গর্বিত ৷ হারিয়ে যাওয়া পুরোনো দিনের খেলা-ধুলা বিলেতের মাটিতে পূর্ণজাগরণে সুহেল এবং তার ক্রীড়া পরিষদের চেষ্টা সত্যি প্রশংসার দাবি রাখে ৷আগামী কোনো ক্রীড়া উৎসবে যোগদানের ইচ্ছা প্রকাশ করে বলেন অদূর ববিষ্যতে বাংলাদেশে এ উৎসব করতে চাইলে জেলা ক্রীড়া সংস্থা সর্বাত্মক সহযোগিতা করবে ৷

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :