‘রংপুর বিভাগে নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে’

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০১৯, ১৮:০০

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে রংপুর বিভাগের ৮ জেলায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোভার্স পেট্রোলিং-এর পাশাপাশি সাদা পোশাকে কঠোর নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে।

শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে প্রেস ব্রিফিং-এ এসব কথা বলেন র‌্যাব-১৩ অধিনায়ক মোজাম্মেল হক।

র‌্যাব প্রধান বলেন, ‘পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাঙালি সাংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে সকল অনুষ্ঠানে সব ধরনের নিরাপত্তা দেয়া হবে। সাধারণ মানুষের যাতে কোন ধরনের অসুবিধা না হয় বা নিরাপত্তার কোন ঘাটতি না হয় সেদিকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপুর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়ে তলাশি করা হবে বলেও জানান তিনি।

মোজাম্মেল হক বলে, ‘অনুষ্ঠানকে কেন্দ্র করে রংপুর বিভাগের কোন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা নাশকতা সন্ত্রাস করার যে কোন অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। সেই সাথে আমাদের সাংস্কৃতির সাথে সংগতিপূর্ণ নয় যেমন পহেলা বৈশাখের নামে বেহায়াপনা, অশ্লীলতা, জুয়া, হাউজি, মাদক সেবন কঠোরভাবে দমন করা হবে।’

তিনি বাঙালির প্রাণের উৎসবকে পালন করতে সব ধরনের সহায়তা দিবে র‌্যাব বলে জানান।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :