বর্ষবরণের ডালা সেজে প্রস্তুত বেরোবির শিক্ষার্থীরা

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ১৮:০১

ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি

আর এক দিন বাদে বাঙালির প্রাণের মহোৎসব পহেলা বৈশাখ। দিনটি বরণ করে নিতে নানা আয়োজনে প্রস্তুতি নিয়েছেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রতিবছরের মতো এবারও পহেলা বৈশাখ বর্ণিল করে সাজাতে ব্যস্ত সময় কাটছে তাদের। শেষ সময়ে এসে যেন দম ফেলার ফুরসত নেই কারও।
পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রার জন্য পেঁচা, কুমির, ময়ূর, পালকি, একতারা, পুতুল, প্রাণী, মুখোশ এবং বাঙালির সংস্কৃতি ধারণ করে এমন সরঞ্জাম তৈরি প্রায় শেষ।

একদল শিক্ষার্থী যখন শোভাযাত্রার সরঞ্জাম তৈরিতে ব্যস্ত, অন্য দল শিক্ষার্থীর ব্যস্ততা তখন সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া নিয়ে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লোকগান, বাউলগান, আবৃত্তির পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আয়োজন।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/মোআ)