জয়পুরহাটে বাস খাদে: মালিকসহ চারজনকে আসামি করে মামলা

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ১৮:১৪

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বানিয়াপাড়া পুলিশ বক্সের কাছে শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আটজন নিহতের ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা হয়েছে। পুলিশের এসআই আমিরুল ইসলাম শুক্রবার রাতে এ মামলা করেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মুমিনুল হক জানান, ‘মামলায় বাসচালক জিয়াউর রহমান, হেলপার আরমান আলী, সুপারভাইজার মতিয়ার রহমান এবং বাস মালিক রাহেলা বেগমকে আসামি করা হয়েছে। সরকারি আইন অমান্য করে ফিটনেস ও রুট পারমিটবিহীন বাস রাস্তায় নামানোর অভিযোগ আনা হয়েছে বাস মালিকের বিরুদ্ধে। আর বেপরোয়াভাবে চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগ আনা হয়েছে চালক, হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। দুর্ঘটনার পর থেকে আসামিরা পলাতক আছে।’

শুক্রবার দুপুর দেড়টার দিকে বগুড়া থেকে ছেড়ে আসা এমপি পরিবহন নামে বাসটি জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া পুলিশ বক্সের কাছে খাদে পড়ে আটজন নিহত ও ৩০ যাত্রী আহত হন।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)