সিঙ্গাপুর থেকে দেশবাসীকে কাদেরের নববর্ষের শুভেচ্ছা

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ১৯:১৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ২২:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ওবায়দুল কাদের তার পাঠানো শুভেচ্ছা বার্তায় লিখেন:
‘লিখতে না পারার বেদনা নীরবে অশ্রু ঝরায়।
ঘুমহীন চোখে রাত কাটে দিগন্তে স্বপ্নের
ডানা মেলে।
তবুও …..
নতুন বছরে বাংলাদেশের নতুন কোন দুর্ভাবনা নেই।
সতের কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে
শুধুমাত্র একজন শেখ হাসিনা নিরন্তর
জেগে থাকেন বলে।’
‘শুভ নববর্ষ’।

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। পরে তার ধমনীতে তিনটি ব্লক ধরা পড়ে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ৪ মার্চ সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে ২০ মার্চ তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। গত ৫ এপ্রিল চিকিৎসা শেষে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ওবায়দুল কাদের। তবে এখনো তিনি সিঙ্গাপুরেই রয়েছেন।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/জেবি)