বাংলাদেশ থেকে আরও ওষুধ নিতে চায় ভুটান

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ২০:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ থেকে আরও ওষুধ ও বিশেষজ্ঞ চিকিৎসক নিতে আগ্রহ প্রকাশ করেছে ভুটান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হোটেল স্যুটে সাক্ষাৎকালে বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এ আগ্রহের কথা জানান। খবর বাসসের।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বৈঠক শেষে আলাপকালে বলেন, উভয় দেশ স্বাস্থ্য সেক্টরে সহযোগিতা বৃদ্ধি করতে এক সঙ্গে কাজ করতে পারে।

বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজে ভুটানের শিক্ষার্থীদের জন্য কোটা বাড়াতে অনুরোধের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার সে দেশের মেডিকেল শিক্ষার্থীদের জন্য আরও পাঁচটি আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

পরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই একই ভেনুতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দুই মন্ত্রীর পৃথক বৈঠকে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/জেবি)