পিরোজপুরে ১০ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০১৯, ২২:০৪

পিরোজপুরের ভাণ্ডারিয়া এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ১০ দিন পার হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

পরিবারের দাবি, ‘স্থানীয় লোকমান হাওলাদার ও তার কয়েক সহযোগী মিলে ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে।’

মেয়েটির মা রুনা বেগমের অভিযোগ, ‘গত ৩ মার্চ সকালে তার মেয়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথে স্থানীয় আবদুর রহিম হাওলাদারের বাড়ির সামনের সড়কে পৌঁছলে আতরখালী গ্রামের লোকমান হাওলাদার ও তার সহযোগী সিংহখালী গ্রামের নাঈম মুন্সীর সহায়তায় জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় গত ১১ এপ্রিল ছাত্রীর বাবা ফরিদ শরীফ ছয়জনকে আসামি করে ভাণ্ডরিয়া থানায় একটি মামলা করেন।’

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহাবুদ্দিন বলেন, ‘বিষয়টি প্রেম সংক্রান্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্কুলছাত্রীকে উদ্ধারে চেষ্টা চলছে। অভিযুক্ত ছেলেটির মোবাইল নম্বর বন্ধ থাকায় উদ্ধারে বিলম্ব হচ্ছে।’

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :