কুমিল্লায় তুহিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ২২:১৮

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকার আলোচিত তুহিন নেওয়াজ হত্যা মামলার প্রধান আসামি বাবুল ওরফে চোরা বাবুল গ্রেপ্তার হয়েছে।

শনিবার জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। আসামি বাবুল ভাটপাড়া এলাকার বাসিন্দা।

নিহত তুহিন নেওয়াজ গত ৩১ মার্চ রাতে কর্মস্থল থেকে ফেরার পথে বাড়ির সন্নিকটে পৌঁছলে মাদক ব্যবসায়ী বাবুলসহ তার সঙ্গীয়রা তুহিনের ওপর হামলা চালায় এবং তাকে রড দিয়ে পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে জখম করে। তার চিৎকারে বাড়ির ও আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় তুহিনের বড় ভাই শাহেনেওয়াজ বাদী হয়ে বাবুল ও তার বড় ভাই মাইনুদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে ১ এপ্রিল মামলা করেন। এ মামলায় পুলিশ মাইনুদ্দিনকে গ্রেপ্তার করে।

এদিকে তুহিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে মারা যান। পরে পুলিশ সুপারের নির্দেশে মামলাটি ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই নন্দন সাহা জানান, তুহিন নেওয়াজ হত্যা মামলার প্রধান আসামি বাবুলকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতি, দ্রুত বিচার এবং নারী ও শিশু নির্যাতনসহ নানা অপরাধে জেলার চান্দিনা, দেবিদ্বার ও কোতয়ালি মডেল থানায় মামলা রয়েছে।

ডিবির ওসি নাসির উদ্দিন মৃধা জানান, নৃশংসভাবে সন্ত্রাসীরা তুহিনকে হত্যা করেছিল, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)