গণবিশ্ববিদ্যালয়ে ‘বৈধ উপাচার্যে’র দাবিতে আন্দোলন চলছে

গণবিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০১৯, ২২:২৮

ঢাকার সাভারের গণবিশ্ববিদ্যালয়ে (গবি) ইউজিসি কর্তৃক বৈধ উপাচার্যের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।

আন্দোলনের অংশ হিসেবে শনিবার বিশ্ববিদ্যালয় ভবনের ভেতরে কোন বাস প্রবেশ করতে দেয়া হয়নি। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষকদেরও প্রবেশ করতে দেয়া হয়নি। তবে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে অনেক বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বিশ্ববিদ্যালয় ভবনে প্রবেশ করে অবসর সময় অতিবাহিত করতে লক্ষ্য করা যায়।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, প্রশাসনিক ভবন, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় ভবনগুলোর দেয়ালগুলোয় ‘উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কার্যক্রম বন্ধ’ শিরোনামে নোটিশ টানাতে থাকেন আন্দোলনকারীরা।

ইউজিসি কর্তৃক বৈধ উপাচার্যের দাবিতে গত ৬ এপ্রিল থেকে আন্দোলন করে আসছেন গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :