বৈশাখী সাজে গুগলের ডুডল

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ০৯:৫৯

ঢাকাটাইমস ডেস্ক

পহেলা বৈশাখ উপলক্ষে নতুন রঙে সেজেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগলের ডুডল। পুরো ডুডলটাকে হলুদ ও লাল রঙে একটি রয়েল বেঙ্গল টাইগারের আকৃতি দেয়া হয়েছে।

সেই বাঘের শরীরে কালো বর্ণে ইংরেজিতে লেখা গুগুল। বাঘটিতে নিচ থেকে ধরে রেখেছে হলুদ পাঞ্জাবি পরিহিত কয়েকজন মানুষ।

বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ বা ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য গুগল তাদের হোমপেজে লোগো পরিবর্তন করে সেই বিশেষ দিনের সঙ্গে মানানসই বিশেষ লোগো তৈরি করে থাকে।

প্রতি বছর বাংলা নববর্ষেও এর ব্যতিক্রম ঘটে না। এবারও তাই বাঙালির নতুন বছরকে স্বাগত জানিয়ে লোগো পরিবর্তন করেছে গুগুল।

তবে অন্যান্য বছরের তুলনায় এ বছরের তফাতটা হচ্ছে, প্রতি বছরই গুগলের লোগোর কোনো না কোনো জায়গায় বাংলা বর্ণে ‘শুভ নববর্ষ’ কথাটি লেখা থাকে। কিন্তু এ বছরের লোগোয় তেমন কোনো লেখা নেই।

ঢাকাটাইমস/১৪এপ্রিল/এএইচ