জাতিসংঘের শান্তিরক্ষায় নারীর অংশগ্রহণে বাংলাদেশ পঞ্চম

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ১০:৪১

ঢাকাটাইমস ডেস্ক
ফাইল ছবি

শান্তিরক্ষী বাহিনীতে নারীদের অংশগ্রহণে বাংলাদেশ এখন সৈন্য ও পুলিশ সরবরাহকারী দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ‘শান্তিরক্ষায় নারী’ বিষয়ক এক উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি জানান, ইতিপূর্বে কঙ্গো ও হাইতিতে শুধু নারীদের নিয়ে গঠিত দুটি পূর্ণাঙ্গ পুলিশ ইউনিট কাজ করেছে। আইভোরিকোস্ট, হাইতি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং কঙ্গোতে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের নারীরা। এছাড়া কঙ্গোতে আমাদের দুজন নারী হেলিকপ্টার পাইলট কর্মরত রয়েছেন।

মাসুদ বিন মোমেন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের নারী শান্তিরক্ষীদের তাৎপর্যপূর্ণ অবদানের কথা তুলে ধরে বলেন, জাতিসংঘের প্রতি প্রতিশ্রুতির অংশ হিসেবে এবং ‘শান্তি ও নিরাপত্তায় নারী’ বিষয়ক রেজুলেশন এর আলোকে বাংলাদেশ ক্রমান্বয়ে নারী শান্তিরক্ষী বৃদ্ধি করছে।

নিরাপত্তা পরিষদের চলতি এপ্রিল মাসের সভাপতি জার্মানির আয়োজনে এই উন্মুক্ত আলোচনায় ৬০টিরও অধিক দেশ অংশগ্রহণ করে।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/জেবি)