কুমিল্লায় পথশিশুদের নিয়ে বৈশাখী আড্ডা

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ১৩:০৭

কুমিল্লা প্রতিনিধি

শতাধিক পথশিশুর সঙ্গে বৈশাখী আড্ডায় মেতে উঠেছে কুমিল্লার ‘হেল্প প্রোগ্রাম ফর দ্যা পূওর স্টুডেন্টস’ ও ‘পথশিশু কল্যাণ ফাউন্ডেশন’।

বাংলা নববর্ষ ১৪২৬-কে ঘিরে রবিবার সকালে নগরীর শাসনগাছা রেলগেইড এলাকায় পথশিশুদেরকে নিয়ে এই আড্ডার আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিত শিশুদের বর্ষবরণের আনন্দ দিতেই এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

‘হেল্প প্রোগ্রাম ফর দ্যা পূওর স্টুডেন্টসের প্রেসিডেন্ট সাংবাদিক শাহাজাদা এমরানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা জেলার সাবেক ডেপুটি সিভিল সার্জন ডা.গোলাম শাহজাহান, সাবেক বন্দর কর্মকর্তা মীর কাশেম।

অনুষ্ঠানে পথশিশুরা দেশত্ববোধক গান পরিবেশন করে। গান বাজনার মাধ্যমে তাদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়। পরে দেয়া হয় বিভিন্ন বৈশাখী খাবার। অনুষ্ঠানের অতিথিরা পথশিশুদের সঙ্গে বৈশাখী আড্ডায় মেতে উঠেন। আড্ডায়  অগ্রসর ও অনগ্রসর সমাজের বর্ষবরণ চিত্র ফুটে উঠে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘পথশিশু কল্যাণ ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান রাসেল।

ঢাকাটাইমস/১৪এপ্রিল/এএইচ