মেহেরপুর কারাগারে বন্দিদের বর্ষবরণ

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ১৪:৫৯

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

নানা আয়োজনে মেহেরপুরে চলছে বর্ষবরণ উৎসব। সকাল ৭টায় জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে বর্ষবরণ শুরু হয়।

বর্ষবরণে পিছিয়ে নেই মেহেরপুর জেলা কারাগারও। সকাল ৮টায় বন্দিদের মাঝে পরিবেশন করা হয় বাঙালি খাবার। বেলা ১১টায় শুরু হয় কারাবন্দিদের অংশগ্রহণে সংস্কৃতিক অনুষ্ঠান।

মেহেরপুর জেল সুপার এএসএম কামরুল হুদা বলেন, ‘দেশজুড়ে যেখানে মানুষের প্রাণের উৎসব বর্ষবরণ চলছে। চার দেয়ালে যারা বন্দি তারা যেন বর্ষবরণ উৎসব থেকে বাদ না পড়ে, তার জন্যই এই আয়োজন। কারাগারে থাকা ২৭৮ জন বন্দিদের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে। এছাড়াও বন্দিদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।’

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)