ভারতে ভোটের প্রচারে ফেরদৌস

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ০৮:২৬ | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০১৯, ১৫:০৭

ভারতে চলছে ১৭তম লোকসভা নির্বাচন। প্রথম দফায় ১৮টি রাজ্যের ৯১টি আসনে ১১ এপ্রিল ভোট হয়ে গেছে। নির্বাচনের এই আমেজ থাকবে পুরো এপ্রিল ও মে জুড়ে। যেসব আসনে সামনে ভোট হবে সেসব এলাকায় প্রার্থীদের চলছে জোর প্রচারণা। জনতার মন পেতে প্রচারে কোনো ঘাটতি রাখছেন না কেউ।

তবে সাম্প্রতিক গরম খবর হচ্ছে, রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোটের প্রচার করতে সেখানে গেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক ফিরদৌস আহমেদ। রবিবার সকাল থেকে রায়গঞ্জের প্রার্থী কানাইয়ালালের হয়ে জোড়াফুলে ভোট চান তিনি।

এই প্রচার পর্বে ফিরদৌসের সঙ্গে ছিলেন কলকাতার দুই তারকা অঙ্কুশ হাজরা ও পায়েল মুখার্জী। সোমবারও করণদিঘী থেকে বেঙ্গল টু বেঙ্গল রোড ধরে ইসলামপুর পর্যন্ত রোড শো করেন এই তিন তারকা। আজ ১৬ এপ্রিল সেখানে যাবেন তৃণমূল সাংসদ দেব।

তৃণমূল প্রার্থীর প্রচারে ফেরদৌস যাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কটাক্ষ করেছেন, আবার কেউ খুশি। কেউ প্রশ্ন রেখে বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবে এমন ঘটনা নজিরবিহীন। নিজেদের সরকার গড়ার নির্বাচনে ভিন দেশের নাগরিক কেন প্রচার করতে আসবেন? স্বদেশের নেতা কি কম পড়েছে ?

অনেকে আবার মন্তব্য করেছেন, মাঝে কাঁটাতারের বিভাজন সৃষ্টি করলেও হৃদয়ে তো একটাই বাংলাদেশ। ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডেও যদি এমন মিলন ঘটে তাতে ক্ষতি কী?

কানাইয়ালালের নির্বাচনী এজেন্ট মোশারফ হোসেন বলেন, ‘কোনো তারকা প্রচারে আসবেন কী আসবেন না সেটা ঠিক হয় রাজ্য থেকে। ফিরদৌস বাংলাদেশের নায়ক হলেও দুই বাংলার যৌথ উদ্যোগে নির্মিত একাধিক ছবি করায় কলকাতায়ও তিনি ভীষণ জনপ্রিয়। তিনি ভোট প্রচারে একটা ভিন্ন স্বাদ এনে দেবেন বলে আমাদের বিশ্বাস।’

১৯৯৮ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল নায়ক ফেরদৌসের। এরপর থেকে বাংলাদেশের একক ও যৌথ প্রযোজনা ছাড়াও কলকাতার অনেক ছবিতেই তাকে দেখা গেছে। কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা ব্যানার্জী ও শ্রীলেখার মতো নায়িকাদের সঙ্গে।

ঢাকাটাইমস/১৪এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :