ময়মনসিংহে নৌকায় ভেসে মেয়র প্রার্থী টিটুর বর্ষবরণ

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ১৭:৪১

মনোনেশ দাস, ময়মনসিংহ

শহরের শান্তি ভঙ্গ আর উচ্চ শব্দে মাইক বাজিয়ে দাপাদাপি নয়। ময়মনসিংহে এবার বাংলা নতুন বছরের আনন্দ ব্যতিক্রমী ঢঙে পালন করলেন সিটি করপোরেশন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু।

রবিবার ব্রহ্মপুত্র নদে নৌবিহারে অংশ নেন টিটু। নৌকায় ভেসে অভিনব কায়দায় বর্ষবরণ করলেন তিনি।

নদের পাড়ে ইকরামুল হক টিটুর সঙ্গে বাংলা নববর্ষের সেলফি নিয়েছেন ঢাকাটাইমসের ময়মনসিংহ প্রতিনিধি জয়নাল আবেদীনও।

এসময় ছিলেন- সাংবাদিক প্রদীপ ভৌমিক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুউজ্জামান খোকন প্রমুখ।

অপরদিকে এদিন মঙ্গল শুভযাত্রার মধ্যদিয়ে ময়মনসিংহ মহানগরে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেয়া হয় পহেলা বৈশাখ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় মুকুল নিকেতন স্কুল থেকে মঙ্গল শুভযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে। পরে পৌর পার্কের স্থায়ী বৈশাখী মঞ্চে এসে শেষ হয়।

তারপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বৈশাখী মঞ্চে এক আলোচনা সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সম্মিলিত সংস্কৃতি জোটের সভাপতি আমির আহমেদ রতন।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন- মনিরা সুলতানা মনি এমপি, জেলা আ.লীগের সভাপতি জহিরুল হক খোকা, সিটি কর্পোরেশনের নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু, জেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা প্রমুখ।

আলোচনায় সভায় ইকরামুল হক টিটু বলেন, ‘ময়মনসিংহবাসীর ইচ্ছা অনুযায়ী স্থায়ী বৈশাখী মঞ্চ তৈরি করেছি। আপনারা যদি আবার আমাকে ভোট দিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করেন, তাহলে ময়মনসিংহের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশের জন্য আপনাদের প্রত্যাশা অনুযায়ী সাংস্কৃতিক পল্লী গড়ে তুলব। ইকরামুল হক টিটু সকলকে জানান বাংলা নতুন বছরের শুভেচ্ছা।’

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)