বিশ্বজুড়ে ডাউন ফেসবুক, হোয়াটস্যাপ, ইনস্টাগ্রাম

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ১৮:১০ | আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ১৮:১৫

ঢাকাটাইমস ডেস্ক

হঠাৎ ডাউন হয়ে গেছে ফেসবুক। এর ফলে বিশ্বের বিভিন্ন স্থানে ভোগান্তিতে পড়েছেন সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা। একই ঘটনা ঘটেছে ফেসবুকের সহ-প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম ও হোয়াটস্যাপের ক্ষেত্রেও।

রবিবার বিকাল (বাংলাদেশ সময়) পাঁচটার দিকে এ সমস্যা দেখা দেয়। শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেক দেশেই এই তিন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে গিয়ে ধীর গতির ভোগান্তিতে পড়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

ফেসবুক এবং ইনস্টাগ্রাম ওপেন না হওয়ায় নতুন কিছু পোস্ট করা যাচ্ছে না। এমনকি মেসেজও করা যাচ্ছে না। তবে কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে, তা এখনও অস্পষ্ট। এ বিষয়ে কোনো কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।

ঢাকাটাইমস/১৪এপ্রিল/ডিএম