চট্টগ্রাম নজরুল স্কয়ারে বাংলা বর্ষবরণ

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ১৯:৪৮

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রাম নগরীতে বাংলা নববর্ষের ভোরে নজরুল স্কয়ারে শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান। অনুষ্ঠানে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।

রবিবার সকালে সূর্যোদয়ের সময় শরতি অঙ্গনের ভৈরবী রাগে ধ্রুপদ পরিবেশনায় ‘পহেলা বৈশাখ বাঙালির উৎসব সবার যোগে জয়যুক্ত হোক’ স্লোগানে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। সকাল থেকেই নানা বয়সী মানুষ বর্ণিল পাঞ্জাবি, শাড়ি, ফতুয়া, থ্রিপিস পরে ছুটে আসেন চট্টগ্রামের আদি বর্ষবরণ অনুষ্ঠানে। আগের দিন রাতে নববর্ষের আল্পনায় রাঙানো হয়েছে নজরুল স্কয়ারের সামনের সড়কটি।

বেলা ২টা থেকে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এবার দৃষ্টিনন্দন বাঙালিয়ানায় মঞ্চ ডিজাইন করেছেন রেজাউল করিম রেজা। এবার নগর পুলিশের উদ্যোগে নজরুল স্কয়ারে বর্ষবরণ অনুষ্ঠানে আসা দর্শকদের দেওয়া হচ্ছে বিশুদ্ধ পানি ও হাতপাখা। বিনামূল্যে বিতরণ করা হচ্ছে গ্ল্যাক্সোজডি শরবত। বৈশাখী মেলায় রয়েছে শিশুদের জন্য নাগরদোলা। নজরুল স্কয়ারে ও সিআরবি মিলে ৫ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)