৫ বছরেও খোঁজ মেলেনি ১০৭ নাইজেরীয় নারীর

প্রকাশ | ১৫ এপ্রিল ২০১৯, ০৯:০৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

নাইজেরিয়ার চিবোক শহর থেকে অপহরণের ৫ বছর পরও খোঁজ মেলেনি ১০৭ জন নারীর। ২০১৪ সালের ১৪ এপ্রিল ২৭৬ জন নারীকে অপহরণ করে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম। অপহরণের পর ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় সেখান থেকে লাফিয়ে পালিয়ে আসতে সক্ষম হন ৫৭ জন।

অপর ২১৯ জনকে তারা সঙ্গে করে নিয়ে যায়। এরপর গত কয়েক বছরে বোকো হারামের সঙ্গে চুক্তির ভিত্তিতে মুক্তি পান আরও ১১২ জন নারী। বাকি ১০৭ জন মেয়ে এখনও নিখোঁজ রয়েছে। এসব নারীকে নাইজেরিয়ায় চিবোক গার্ল হিসেবে পরিচিত। খবর আল জাজিরার।

নিখোঁজ দুই মেয়ের বাবা এনোক মার্ক বলেন, সরকার এখন আর আমাদের মেয়েদের মুক্তির বিষয়ে কোনো কথা বলেন না। তাদের কাজকর্ম দেখে মনে হচ্ছে তারা আমাদের অবস্থা দেখে আনন্দিত।

২০০২ সালে প্রতিষ্ঠার পর বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিশাল এলাকা দখল করে নেয়। গত কয়েক বছরে তারা হাজার হাজার মানুষকে অপহরণ করেছে। তাদের হামলায় নিহত হয়েছেন হাজার হাজার মানুষ।

ঢাকা টাইমস/১৫এপ্রিল/একে