মোদির বায়োপিক নিয়ে কোর্টের নয়া রায়

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০১৯, ১৪:০৮

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী নিয়ে নির্মিত ‘পিএম নরেন্দ্র মোদি’ নিষিদ্ধ করা হবে কি না, গোটা ছবি দেখার পর সেই সিদ্ধান্ত নিতে দেশটির নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চলমান লোকসভা ভোট শেষ না হওয়া পর্যন্ত মোদির বায়োপিক মুক্তি পাবে না বলে গত মঙ্গলবার জানিয়েছিল কমিশন।

নির্বাচনের কমিশনের নেয়া এমন সিদ্ধান্তের পরই সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেন ছবিটির পরিচালক ওমাংগ কুমার। তার আবেদনের তিনদিন পর সোমবার শুনানিতে শীর্ষ আদালত কমিশনকে বলে, ‘শুধুমাত্র ট্রেলার দেখে ছবির বিষয়ে সিদ্ধান্ত নেয়া ঠিক না। এ জন্য গোটা ছবিটি দেখে কমিশনকে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দেয় কোর্ট।

‘পিএম নরেন্দ্র মোদি’তে মোদির চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়। আগামী শুক্রবার অর্থাৎ ১৯ এপ্রিলের মধ্যে এই ছবির বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে কমিশনকে। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে আগামী ২২ এপ্রিল।

ঢাকাটাইমস/১৫এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :