অতিরিক্ত টোল, জামালপুরে ব্রহ্মপুত্র সেতু অবরোধ

প্রকাশ | ১৫ এপ্রিল ২০১৯, ১৭:৫৯

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন যানবাহন চালক ও শ্রমিকরা।

সোমবার সকালে সেতুর ওপর পাওয়ার টিলার, ম্যাক্সি ও পিকআপ রেখে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন শেরপুর জেলা ম্যাক্সি পিকআপ ট্রাক্টর ও লেগুনা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক তারা মিয়া, সদস্য শাহ পরান ও পিকআপ চালক মিন্টু মিয়া।

যানবাহন চালক ও শ্রমিকদের অভিযোগ, সড়ক ও জনপথ অধিদপ্তর প্রতিটি ট্রাকের জন্য ১৭০ টাকা, পিকআপ ৪০ টাকা, পাওয়ার টিলার ৬০ টাকা, মিনি ট্রাক ১০০ টাকা, অটোরিকশার ১০ টাকা টোল নির্ধারণ করে করে। কিন্তু ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স মীর ট্রেডার্স প্রতিটি যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায় করছে।

এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেও যানবাহন চালকরা কোনো প্রতিকার পাচ্ছেন না। শ্রমিকরা এই সেতুর টোল আদায় বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান। মানববন্ধন শেষে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন।

ঢাকাটাইমস/১৫এপ্রিল/ইএস