বঙ্গভবনে ৫৪ জনের চাকরি

প্রকাশ | ১৫ এপ্রিল ২০১৯, ১৯:১৭ | আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ১৯:৩৬

নিজস্ব প্রতিবেদক ঢাকাটাইমস

রাষ্ট্রপতির কার্যালয়ে (বঙ্গভবন) বিভিন্ন পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ পদে মোট ৫৪ জনকে নিয়োগ দেয়া হবে।

পদের নাম ও সংখ্যা-

কম্পিউপার অপারেটর ৩টি, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৩টি, ক্যাশিয়ার ১টি, অফিস সহকারী-কাম-কম্পউটার মুদ্রাক্ষরিক ৮টি, স্টোর কিপার ২টি, বাবুর্চি ৪টি, ডেসপাচ রাইডার ১টি, সাইকেল ম্যাসেঞ্জার ২টি, হাউজ লস্কর ১টি, অফিস সহায়ক ১০টি, চোপদার ১টি, খেদমতগার ৬টি, খালাসী ৫টি, সহকারী বাবুর্চি (পূর্বতন পদ: কুকমেট) ১টি, সহকারী বাবুর্চি (পূর্বতন পদ: মশালচি) ১টি, ভবন পরিচর্যাকারী ৫টি।

বয়স: ৬ মে ২০১৯ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ চছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৩২ বছর।

চাকরিভেদে বেতন: ৮ হাজার ২৫০ টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

আবেদ প্রক্রিয়া: অনলাইনে http://bangabhaban.teletalk.com.bd ওযেবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ কারতে পারবেন।

আবেদনের শেষ তারিখ ৬ মে ২০১৯ রাত ১১:৫৯ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা জানতে বিজ্ঞপ্তি দেখুন

ঢাকাটাইমস/১৫এপ্রিল/আরএস/ইএস