ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ‘নিখোঁজ’

প্রকাশ | ১৫ এপ্রিল ২০১৯, ১৯:৫০

রাঙামাটি প্রতিবেদক, ঢাকাটাইমস

পার্বত্য চট্টগাম ভিত্তিক আঞ্চলিক দল ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) এর অন্যতম সংগঠক মাইকেল চাকমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে অপহরণ করা হয়েছে অভিযোগ করে উদ্ধারের দাবি জানানো হয়েছে দল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে।

ইউপিডিএফের সহযোগী যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক বরুণ চাকমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৯ এপ্রিল সকালে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব বৈসাবি (বৈসুক-সাংগ্রাই-বিঝু) ও রানা প্লাজা ধ্বংসযজ্ঞের বার্ষিকী উপলক্ষে মাইকেল চাকমা নারায়গঞ্জের শ্রমিক এলাকায় সাংগঠনিক সফরে যান। সাংগঠনিক কাজ শেষে বিকালে ঢাকায় ফেরার পথে কাঁচপুর এলাকায় তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।’

তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাইকেল চাকমার জন্য তার পরিবার ও সংগঠনের নেতা-কর্মীরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

ঢাকাটাইমস/১৫এপ্রিল/ইএস