কঙ্গো ও দক্ষিণ সুদানে যাচ্ছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০১৯, ২১:০৯

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সোমবার রাতে আট দিনের সরকারি সফরে কঙ্গো ও দক্ষিণ সুদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে তিনি শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শন করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে তিনি উভয় দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিজেন্টসমূহ পরিদর্শন এবং সেনা সদস্যদের উদ্দেশে দরবার নেবেন। এ সময় সেনাবাহিনী প্রধান উভয় মিশনে নিয়োজিত শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

কঙ্গোতে তিনি ফোর্স কমান্ডার ও ডেপুটি এসআরএসজি এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ইতুরি প্রদেশের গভর্নরের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়াও, দক্ষিণ সুদান সফরকালে তিনি এসআরএসজি, ফোর্স কমান্ডার ও ডাইরেক্টর মিশন সাপোর্ট এবং দক্ষিণ সুদানের চিফ অব ডিফে›স ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ এপ্রিল দেশে ফিরে আসবেন।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :