যুদ্ধাপরাধ মামলার ফাঁসির আসামির মৃত্যু

প্রকাশ | ১৫ এপ্রিল ২০১৯, ২১:৪৪

নেত্রকোণা প্রতিবেদক, ঢাকাটাইমস

একাত্তরে মানবতাবিরোধী আপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নেত্রকোণার নুর উদ্দিন পলাতক অবস্থায় গাজীপুরের জয়দেবপুরে মারা গেছেন।

সোমবার দুপুর দেড়টার দিকে জয়দেবপুরের জাজরা নামক এলাকায় তার মৃত্যু হয়।

নুর উদ্দিন নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্বমৌদাম গ্রামের বাসিন্দা ছিলেন।

পুর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহিদুর রহমান ঢাকাটাইমসকে জানান, নুর উদ্দিনের লাশ নিয়ে তার স্বজনেরা জয়দেবপুর থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। লাশ আসার পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে শনাক্ত করার পর দাফনের অনুমতি দেয়া হবে। নুর উদ্দিনের মৃত্যুর বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবহিত করা হবে বলে জানান ওসি।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২৮ মার্চ পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই পাঁচজনের মধ্যে নুরউদ্দিন (৭০) রয়েছেন।

ঢাকাটাইমস/১৫এপ্রিল/ইএস