নৌশ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০১৯, ২২:৪৩
ফাইল ছবি

নিয়োগপত্র ও খোরাকি ভাতা প্রদানসহ ১৩ দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে ডাকা অনির্দিষ্টকালের নৌধর্মঘট প্রত্যাহার করেছে নৌ-শ্রমিকরা।

সোমবার শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে রাজধানীর শ্রম অধিদপ্তরের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় এক বৈঠকে ফলপ্রসূ আলোচনা শেষে নৌ ধর্মঘট প্রত্যাহারের এই ঘোষণা দেয়া হয়।

শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম এই সিদ্ধান্তের কথা স সাংবাদিকদের জানিয়েছেন।

বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের আওতাধীন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ১৩ দফা দাবি আদায়ে লক্ষ্যে এই অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট আহ্বান করা হয়েছিল।

নৌবন্দরে শ্রমিকদের জন্য বাসস্থান, বিনোদনের ব্যবস্থা, চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন, বিদেশগামী জাহাজের শ্রমিকদের বৈধ কাগজপত্র প্রদানসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন নৌযান শ্রমিকরা।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :