রাফি হত্যার বিচার দাবিতে ফেনীতে সুজনের মানববন্ধন

ফেনী প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০১৯, ২৩:২৬

সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে সুজন (সুশাসনের জন্য নাগরিক)। মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

সোমবার বিকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এ মানববন্ধন বিশাল সমাবেশে রূপ নেয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লক্ষণ চন্দ্র বনিকের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং পৌর শাখা সভাপতি জাহিদ হোসেন বাবলু।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির সদস্য সচিব ডা. তবারক উল্লাহ চৌধুরী বায়েজীদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলম, রাফির চাচাতো ভাই ফয়েজ আহম্মদ, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জুলেখা আক্তার ডেইজী, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক গোলাম ফারুক বাচ্চু, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আলম, ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহম্মদ তপু, সুজনের জেলা সহ-সভাপতি এডভোকেট মাহফুজুল হক, আয়কর আইনজীবী সোনাগাজীর মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, ডিবিসি নিউজ ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঞা, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি এম. মামুনুর রশিদ, চেওরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা শাহীন, জাতীয় কবিতা পরিষদ সভাপতি মুহাম্মদ ইকবাল চৌধুরী, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের জেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ, জেলা নজরুল একাডেমির সভাপতি ফখরুদ্দিন আলী আহম্মদ তিতু, বন্ধুর বন্ধনের সাধারণ সম্পাদক জিএম তাজউদ্দিন পলাশ, মানবাধিকার নেতা কাজী সালাহ উদ্দিন নোমান, ফেনী সাহিত্য সংসদের সভাপতি শাবিহ মাহমুদ, পঞ্চবটি সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক পৃথ্বিরাজ চক্রবর্তী, সচেতন যুব সমাজের আহবায়ক আরাফাত খান, দৈনিক যুগান্তর দাগনভূঞা প্রতিনিধি আবু তাহের, কালেরকন্ঠ সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নান, সমকাল ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, যায়যায়দিন ছাগলনাইয়া প্রতিনিধি কামরুল হাসান লিটন, মানবজমিন পরশুরাম প্রতিনিধি এম এ হাসান, প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে আরো অংশ নেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম গীটার, পৌরসভার কাউন্সিলর ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী, জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রবিন, রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রালের সাবেক সভাপতি শাহীন হায়দার, রোটারি ক্লাব অব ফেনী অপূর্ব এর সাবেক সভাপতি সাইদুল মিল্লাত মুক্তা, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ইসমাইল হোসেন লিটন, শিল্পতীর্থ সাধারণ সম্পাদক হুমায়ুন মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঢাকাটাইমস/১৫এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :