মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশ | ১৬ এপ্রিল ২০১৯, ০০:০০

জাহিদুল আলম মাসুদ, স্পেন থেকে

আনন্দ মুখর পরিবেশে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে  বর্ষবরণ উৎসব পালিত হয়েছে।

রবিবার অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে দূতাবাসের মিলনায়তনে বাংলাদেশে ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় |

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। অসাম্প্রদায়িক চেতনা, উদার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণই হোক আমাদের অঙ্গীকার।

স্পেনে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সরি মিনিস্টার হারুন অর  রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজনীতিবিদ ও কমিউনিটির নেত্রীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাজী এনায়েতুল করিম তারেক, এসআই আর রবিন, জাকির হুসেন, দুলাল সাফা, রিজভি আলম, আজম কাল, এফ এম পাভেল ফারুক, আইনজীবী তারেক প্রমুখ

দূতাবাস কমার্শিয়াল কাউন্সেলর নাভিদ শফিউল্লাহ ছাড়াও অন্যান্য কর্মকর্তাসহ তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৬এপ্রিল/ইএস