চীন কাঁপাচ্ছে বলিউডের ‘আন্ধাধুন’

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৯, ০৯:১৩

চীনের বাজারে বাজিমাত করেছে আয়ুষ্মান খুরানা, টাবু ও রাধিকা আপ্তে অভিনীত থ্রিলার ড্রামা ‘আন্ধাধুন’। মাত্র ১৩ দিনের মধ্যে সেদেশে ২০০ কোটি টাকা আয় করে ফেলেছে ছবিটি। এখনও চলছে দেদারসে। গত ৩ এপ্রিল চীনে মুক্তি পেয়েছিল ‘আন্ধাধুন’।

ভায়াকম ১৮ মোশন পিকচার্স প্রযোজিত এই ছবি পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন। নির্মাতাদের দাবি, চীনে মুক্তি পাওয়া ভারতীয় ছবির মধ্যে এখনও পর্যন্ত পঞ্চম স্থানে রয়েছে ‘আন্ধাধুন’। এর আগে রয়েছে ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘হিন্দি মিডিয়াম’।

‘আন্ধাধুন’ ভারতে মুক্তি পেয়েছিল গত বছরের ৫ অক্টোবর। দেশের বাজারেও শত কোটির টাকার উপরে আয় করেছিল ছবিটি। এটি নির্মাণে ব্যয় হয়েছিল মাত্র ৩২ কোটি টাকা। এর বিপরীতে এখনও পর্যন্ত ছবির মোট আয় ৩২৪ কোটি টাকারও বেশি।

‘আন্ধাধুন’-এ অভিনয় করে চলতি বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন আয়ুষ্মান খুরানা। কিন্তু পুরস্কার জিততে পারেননি। সেরা অভিনেতার পুরস্কারটি জিতে নেন ‘সঞ্জু’ ছবিতে নায়ক সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করা রণবীর কাপুর।

ঢাকাটাইমস/১৬এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :