আইয়ুব বাচ্চু নেই, রইল না এলআরবিও

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৩:০৪ | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৯, ১৩:০২

নিজ হাতে গড়া ব্যান্ডদল ‘এলআরবি’কে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তী ব্যান্ড তারকা ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু। গত বছরের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর পর বলতে গেলে লাইফ সাপোর্টে ছিল ‘এলআরবি’। আর সম্প্রতি পুরোপুরি মৃত্যু ঘটল ব্যান্ড দলটির। চিরতরে হারিয়ে গেল আইয়ুব বাচ্চুর দেয়া ‘এলআরবি’ নামটি।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর গত ৫ এপ্রিল পুনর্গঠিত হয় ‘এলআরবি’। দলটির নতুন মূল ভোকাল হিসেবে ঘোষণা করা হয় কণ্ঠশিল্পী বালামের নাম। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখান থেকে শুরু হয় সমালোচনার ঝড়। আইয়ুব বাচ্চুর জায়গায় বালামকে কিছুতেই মেনে নিতে পারেননি তার ভক্ত-সমর্থকরা। নতুন করে আবার আপত্তি তুলেছে প্রয়াত ব্যান্ড তারকার পরিবারও।

‘এলআরবি’ যেহেতু আইয়ুব বাচ্চুই সৃষ্টি করেছিলেন, তাই পরিবারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, এই নাম আর কেউ ব্যবহার করতে পারবে না। বাচ্চুর পরিবারের সদস্যদের এই ইচ্ছা মেনে নিয়েছেন ‘এলআরবি’র অন্য সদস্যরা। তারা বদলে ফেলেছেন দলের নাম। কিন্তু বালামকে ছাড়েননি। তাকে মূল ভোকাল রেখেই দলের নতুন নাম দেয়া হয়েছে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’।

এ ব্যাপারে দলটির ম্যানেজার শামীম আহমেদের বক্তব্য, ‘বাচ্চু ভাইয়ের পরিবার ‘এলআরবি’ নামটি ব্যবহার না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন। তাদের অনুরোধকে সম্মান জানিয়ে নাম পরিবর্তন করে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ রাখা হয়েছে। ‘এলআরবি’র প্রাণপুরুষ বাচ্চু ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে এবং সবার প্রিয় ব্যান্ডকে রক্ষা করতেই আমাদের এই উদ্যোগ।’

তবে নাম পরিবর্তন হলেও যেকোনো কনসার্টে বা স্টেজ অনুষ্ঠানে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ দল আইয়ুব বাচ্চুর গাওয়া গানগুলো গাইতে পারবে বলে জানান শামীম আহমেদ। তিনি বলেন, ‘শুধু ব্যান্ডের নামটাই পরিবর্তন হয়েছে, অন্য কিছু নয়।’

ঢাকাটাইমস/১৬এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :