নারীর গোপন ভিডিও করায় যুবকের দণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৯, ১৩:১৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুঠোফোনে এক নারীর গোপন ভিডিও করার দায়ে সুজন ঋষি নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি একেএম শরিফুল হক এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের মৃত সোনাতন ঋষির ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক জানান, ‘রাতে চট্টগাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া স্টেশনে যাত্রা বিরতি করে। এ সময় এক নারী যাত্রী ট্রেনের টয়লেটে যায়।’

‘সুজন মুঠোফোনে ওই দৃশ্য ভিডিও করার সময় অন্য যাত্রীরা দেখে ফেলেন। পরে তাকে আটক করে রেলওয়ে পুলিশের হাতে ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।’

ঢাকাটাইমস/১৬এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :