দেশে ফিরে আসছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৩:৩০ | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৯, ১৩:২৭

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এখন ভারতে রয়েছেন। কিন্তু তিনি একাদশে সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচে। এদিকে মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সহ-অধিনায়ক হিসাবে আছেন সাকিব আল হাসান।

দলে ডাক পাওয়া খেলোয়াড়দের নিয়ে ২২ এপ্রিল অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা। তাই বিসিবি সাকিবকে ভারতে বসিয়ে না রেখে দেশে ফিরে আনতে চাইছে। মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণার সময় বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘সাকিব এখন আইপিএলে খেলতে ভারতে রয়েছে। কিন্তু আমরা তাকে চিঠি দিয়েছি। আগামী ২২-২৩ এপ্রিল সে দেশে ফিরে আসবে।’

সাকিব এবার চতুর্থবারের মতো আইসিসি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। তিনি প্রথমবার বিশ্বকাপে খেলেছিলেন ২০০৭ সালে। এরপর ২০১১ সালের বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিল। ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেছিলেন সাকিব।

(ঢাকাটাইমস/১৬ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :