শিক্ষিত বেকাররা ছিল তাদের টার্গেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৭:০৮ | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৯, ১৬:৩৫

দেশের শিক্ষিত বেকার যুবকদের টার্গেট করে মাঠে নামে প্রতারক চক্রটি। তারা পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে যার যার অবস্থানে থেকে নিখুঁত ও দক্ষতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে। সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে মিরপুর ও খিলক্ষেত এলাকা থেকে সংঘবদ্ধ প্রতারকচক্রের ১৬ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-৪।

মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবির।

এর আগে র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন- লিঙ্কন ওরফে মাসুদ ওরফে প্রশান্ত কুমার সাহা (নওমুসলিম), হাছান জিয়া, সাকির আলী ওরফে শাকিল, জান্নাতুল ফেরদাউস ওরফে রাসেল, সেলিম সরদার, শেখ জাকির হোসেন,আবদুল কাদের শরীফ, হুমায়ুন কবির, খলিলুর রহমান, ইসমাইল হোসেন, রাকিবুল ইসলাম ওরফে সম্রাট, আবুল হোসেন ওরফে সায়মুন, কেরামত হোসেন ওরফে সজিব, রুবেল বিশ্বাস, কামরুজ্জামান এবং সাইফুল ইসলাম।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগপত্র, চাকরি প্রার্থীদের জীবনবৃত্তান্ত, বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যবহৃত ভুয়া সিলমোহর, সিল প্যাড, কম্পিউটারের সিপিইউ জব্দ করা হয়।

চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, ‘এই প্রতারক চক্রের পাঁচটি গ্রুপের প্রথম গ্রুপটি চাকরি প্রার্থী সংগ্রাহক। প্রতারকচক্রের এ শ্রেণির সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করে থাকে। তাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকা থেকে শিক্ষিত, বেকার, চাকরিপ্রত্যাশী যুবকদের সরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দিয়ে তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাজধানীতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।’

‘দ্বিতীয় পর্যায়ে ব্যবস্থাপনা টিম মূলত রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় অথবা হোটেলে অবস্থান করে। তারা চাকরিপ্রত্যাশীদের সংশ্লিষ্ট কাগজপত্রসহ ঊর্ধ্বতন ভুয়া কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে। চাকরিপ্রত্যাশীদের যাবতীয় কাগজপত্র লোক দেখানো যাচাই-বাছাই করে চাকরিসংক্রান্ত বিভিন্ন ধরনের শর্তাদি আরোপ করে। চাকরিপ্রত্যাশীরা প্রদত্ত শর্তাবলীতে সম্মত হলে চাকরি দেয়ার বিনিময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে মৌখিক অথবা লিখিত চুক্তি করে।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তৃতীয় পর্যায়ে ভাইভা টিমের সদস্যরা প্রতারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সংশ্লিষ্ট চাকরির মৌখিক পরীক্ষা সম্পন্নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এক্ষেত্রে তারা একটি সুকৌশলী ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করে। সেনাবাহিনীর চাকরির ক্ষেত্রে চাকরিপ্রত্যাশীদের বিশ্বস্ততা অর্জনের জন্য সেনানিবাসের আশেপাশের এলাকার সুবিধাজনক স্থানে ডেকে প্রার্থীর নাম, ঠিকানা, বিভিন্ন প্রশ্ন করে ভুয়া মৌখিক পরীক্ষা নেয়। একই রকম পদ্ধতিতে তারা ভূমি অফিস, রেলওয়ে, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য চাকরির ক্ষেত্রে সচিবালয়ের আশেপাশে সুবিধাজনক জায়গায় ভুয়া মৌখিক পরীক্ষা নেয়।’

‘চতুর্থ পর্যায়ে মেডিকেল টিম চাকরির আগে স্বাস্থ্য পরীক্ষাসংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করে থাকে। সেনাবাহিনীর ক্ষেত্রে সেনানিবাসের আশেপাশের এলাকায় ভুয়া মৌখিক পরীক্ষা সম্পন্নের পর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য সুবিধামত একটি তারিখ নির্ধারণ করে। সেনানিবাসের আশেপাশে বিভিন্ন এলাকা ঘুরিয়ে এনে সেনানিবাসের পাশে অবস্থিত বিভিন্ন প্রাইভেট হাসপাতালে বা ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার ভুয়া প্রক্রিয়া সম্পন্ন করে।’

চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, ‘সর্বশেষ পর্যায়ে হাই অফিসিয়াল টিম। মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার পর এই প্রতারক চক্রের সদস্য চাকরিপ্রত্যাশীদের সাথে উপযুক্ত ও সুবিধাজনক স্থানে সাক্ষাৎ করে। তারা নিজেকে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বা সরকারি কর্মকর্তা হিসেবে চাকরিপ্রত্যাশীর সঙ্গে মৌখিক ও মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণসহ নিয়োগপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে। নিয়োগপত্র দেয়া ও চাকরিতে যোগদানের দিন অথবা মৌলিক প্রশিক্ষনের দিন বলে দেয়। পরে সুকৌশলে ও পরিকল্পিতভাবে প্রার্থীকে চাকরিতে যোগদানের দিনের তিন থেকে চার দিন আগে ভুয়া নিয়োগপত্র দেখিয়ে চুক্তি মোতাবেক টাকা নেয়। এরপর চাকরি প্রার্থীরা নিয়োগপত্রে উল্লিখিত প্রতিষ্ঠানে অথবা প্রশিক্ষণ কেন্দ্রে গেলে তারা নিয়োগপত্রটি ভুয়া বলে জানতে পারে এবং প্রতারিত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়। পরে প্রতারকচক্রের সদস্যরা মোবাইলের সিম নম্বর বন্ধ করে দিয়ে আত্মগোপন করে।’

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

ডিজিটাল হুন্ডিতে ৪০০ কোটি টাকা পাচার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইউটিউবে জাল টাকা তৈরি শেখা, রাজমিস্ত্রি-জেলেকে নিয়ে গড়ে তোলা হয় চক্র

দুর্নীতি মামলায় মেজর মান্নান কারাগারে

ভুয়া নিয়োগপত্রে কোটি কোটি টাকা আত্মসাৎ

শিশু বিক্রির অর্ডার নিয়ে অপহরণ করতেন তারা

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা ​​​​

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ২২ বছর ধরে তরমুজ ও ওষুধ বিক্রেতা, অতঃপর...

বিমানবন্দরে ডলার কারসাজি, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

ধানক্ষেতে বিদ্যুতের ফাঁদ পেতে ‘হত্যা’: তিন আসামি গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :