‘ক্ষমা চাইলেন’ অনুতপ্ত সাফা কবির

প্রকাশ | ১৬ এপ্রিল ২০১৯, ১৮:৫২ | আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ১৮:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
সাফা কবির

পরকালে বিশ্বাস করেন না-এমন মন্তব্যের জেরে তোপের মুখে পড়া অভিনেত্রী সাফা কবির এখন অনুতপ্ত। তিনি ভুল করে থাকলে ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার সাফা কবির ফেসবুক পোস্টে লিখেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন।’

সম্প্রতি দেশের একটি বেসরকারি রেডিও স্টেশনে অতিথি হয়ে এসেছিলেন সাফা। সেখানে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। অনুষ্ঠানে সাফা কবিরকে এক ভক্ত ম্যাসেজ করেন, আপনি পরকালে বিশ্বাস করেন? করলে তো চলাফেরা এমন হতো না?

এমন প্রশ্নের উত্তরে সাফা কবির বলেন, ‘আমি একদমই পরকালে বিশ্বাস করি না। সত্যিকার অর্থে আমি যেটা দেখি না সেটা কখনো বিশ্বাস করি না।’

ইসলাম ধর্মমতে, পরকালে বিশ্বাস ইমানের মৌলিক বিষয়। একজন মুসলমান হয়েও পরকাল নিয়ে সাফার এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় চলছে কঠোর সমালোচনা। অনেকে সাফাকে 'নাস্তিক' আখ্যা দিয়ে তার বিচার দাবি করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে সাফা লিখেন, ‘এমন কথা বলার জন্য আমি অনুতপ্ত। আমি এবং আমার আল্লাহ জানে, কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোনো কথা আমি বলিনি। তবুও, আমার কোনো কথায় যদি কারো মনে বা বিশ্বাসে আঘাত লেগে যায়, তার জন্য আমি দুঃখিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী।’

সাফা আরও লেখেন, ‘তবুও যারা আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করছেন তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম। তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন।’

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/বিইউ/জেবি)