চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
| আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৯:২৫ | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৯, ১৯:২৩

ময়মনসিংহের মুক্তাগাছা শহরের মেইন রোডে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন লেগে ভেতরের অংশ পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে মুক্তাগাছা থানার সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

অ্যাম্বুলেন্সটির চালক সোহেল মিয়া জানান, ময়মনসিংহ থেকে রোগীর পাঁচ আত্মীয়-স্বজন নিয়ে টাঙ্গাইলের ধনবাড়ির দিকে যাচ্ছিলেন। ভেতরে হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পান। পরে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে দাঁড় করালে যাত্রীরা নিরাপদে নেমে যান।

মুক্তাগাছা ফায়ার স্টেশনের ইনচার্জ নাসির উদ্দিন বলেন, অ্যাম্বুলেন্সের ইলেকট্রিক্যাল ওয়ারিং থেকে আগুনের সূত্রপাত। পুলিশ বিষয়টি আমাদেরকে জানিয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই লাখ টাকার বেশি বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :