বিএসএমএমইউয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

প্রকাশ | ১৬ এপ্রিল ২০১৯, ১৯:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। 

মঙ্গলবার এ ব্লকের সামনের বটতলায় ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চলা এ কর্মসূচির উদ্বোধন করেন বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক শহীদুল্লাহ সিকদার। উপ-উপাচার্য (শিক্ষা) সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার বি এম আব্দুল হান্নান, প্রক্টর সৈয়দ মোজাফফর আহমেদ, হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক  নাজমুল করিম মানিক এ সময় উপস্থিত ছিলেন। 

শহীদুল্লাহ সিকদার বলেন, হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। হাসপাতাল যেন উল্টো রোগ ছড়ানোর জায়গা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে হাসপাতালের বর্জ্য অপসারণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশেষ করে ইনফেকটেড বর্জ্য স্বাস্থ্যসম্মত অপসারণের ওপর গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, আয়াসহ সবারই প্রয়োজনীয় জ্ঞান থাকা আবশ্যক।  

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বুধবার বিকালে  বিএসএমএমইউয়ের এ ব্লকের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সভাপতিত্ব করবেন বিএসএমএমইউয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য র‌্যালিতে উপাচার্য কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, নার্স, কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের স্টাফরা অংশ নেবেন।

(ঢাকাটাইমস/১৬ এপ্রিল/এএ/এআর)