‘কাদিয়ানিদের যারা কাফের মনে করে না তারাও কাফের’

পঞ্চগড় প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:৪৫ | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৯, ২০:২৪

সরকারের কাছে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি জানিয়েছেন, কাদিয়ানিদের মুসলমান মনে করার কোনো সুযোগ নেই। যারা তাদেরকে কাফের মনে করবে না তারাও কাফের।

মঙ্গলবার পঞ্চগড়ে এক সমাবেশে তিনি এই দাবি জানান। পঞ্চগড় স্টেডিয়াম মাঠে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা শফী।

হেফাজতে ইসলামের আমির বলেন, ‘সরকারের কাছে আবেদন, প্রধানমন্ত্রী যেন কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেন। যেমন সৌদি আরব, পাকিস্তানসহ আরও অন্যান্য রাষ্ট্রে এদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের সরকারকেও আমরা বলব, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হোক।’

আল্লামা শফী বলেন, ‘কাদিয়ানিরা মুসলমান নয়। কাদিয়ানিদের যারা অমুসলিম মনে করে না, তারাও অমুসলিম। এ কথা মনে রাখবেন। বহু শিক্ষিত সমাজ এদেরকে মুসলমান মনে করে। তারা বলে, এরা তো নামাজ কালাম পড়ে, কফের হবে কেন? কাদিয়ানিরা এজন্য কাফের যে তারা আমাদের নবী মোহাম্মদ সা.কে শেষ নবী মানে না। সেজন্য তারা কাফের। যারা এদেরকে কাফের বলবে না তারাও কাফের। এ কথাও মনে রাখবেন।’

প্রবীণ এই আলেম বলেন, ‘কাদিয়ানিদের মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। এদের টাকা পয়সার দিকে লক্ষ্য করে, তাদের মেয়েকে বিয়ে করা যাবে না। আপনাদের মেয়েকেও বিয়ে দিতে পারবেন না। এ কথা মনে রাখার চেষ্টা করবেন।’

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :