কাউখালীতে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

প্রকাশ | ১৬ এপ্রিল ২০১৯, ২০:৪২

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের কাউখালী উপজেলায় ২০০৭ সালের একটি হত্যা মামলায় লিমন (৩৫) নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত লিমন পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠি গ্রামের রুহুল শেখের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর দুপুরে বাড়ির উঠানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মো. খসরু হাওলাদারের (৩৮) সাথে প্রতিবেশী লিমনের কথাকাটাকাটি হয়।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই দিন বিকালে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে খসরুকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে লিমন। পরবর্তীতে খসরুর আত্মীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ওই দিন নিহত খসরুর ছোট ভাই রিপন হোসেন হাওলাদার বাদী হয়ে লিমনকে আসামি করে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত ১৯ জনের সাক্ষ্য পর্যালোচনা শেষে এ রায় প্রদান করেন।

ঢাকাটাইমস/১৬এপ্রিল/ইএস