আবার রাজস্থানকে হারাল পাঞ্জাব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৯, ১০:০৫

হারের বদলা নেওয়া হলো না রাজস্থানের। উল্টা ফিরতি ম্যাচেও রাহানেদের হারিয়ে আইপিএলে পয়েন্ট টেবিলে সেরা চারে উঠে এলো কিংস ইলেভেন পাঞ্জাব। মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের একমাত্র ম্যাচে মোহালিতে রাজস্থান রয়্যালসকে ১২ রানে হারিয়ে চলতি ফ্র্যাঞ্চাইজি লিগের পঞ্চম জয় তুলে নিল অশ্বিনের দল। কিংস ইলেভেনের ১৮২ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রানে শেষ করে রয়্যালস। কাজে আসেনি রাহুল ত্রিপাঠির অর্ধশত রান কিংবা শেষবেলায় বিনির দুর্দান্ত ইনিংস।

এবারের আসরে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসের মধ্যে এর আগেরবারের দেখায় বাটলারকে করা অশ্বিনের ‘ম্যানকাড’ রান আউট বিতর্কের রেশ গায়ে মেখেই অ্যাওয়ে ম্যাচে মঙ্গলবার টস জিতে অশ্বিনদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রাজস্থান দলনায়ক রাহানে। ওপেনার লোকেশ রাহুলের অর্ধশত রান, ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিং পাঞ্জাবকে এদিন বড় রান গড়তে সাহায্য করে।

ভালো শুরু করেও আর্চারের ডেলিভারিতে ৩০ রানে ডাগ-আউটে ফেরেন গেইল। এরপর ১২ বলে দুরন্ত ২৬ রান করে আউট হন ময়াঙ্ক আগরওয়াল। তৃতীয় উইকেটে লোকেশ রাহুল-ডেভিড মিলারের ৮৫ রানের জুটি কিংস ইলেভেনকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যায়।

মিলারকে সঙ্গে নিয়ে টুর্নামেন্টে নিজের তৃতীয় অর্ধশত রানটি পূর্ণ করেন রাহুল। তাঁর ৪৭ বলে ৫২ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়। একইসঙ্গে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হয়ে এদিন ২৩ ইনিংসে ১০০০ রান পূর্ণ করেন এই ওপেনার। পাশাপাশি ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে মিলারের ২৭ বলে ৪০ রান পাঞ্জাব ইনিংসকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যায়। শেষদিকে অধিনায়ক অশ্বিনের ৪ বলে ১৭ রানের ইনিংস দলের রানকে পৌঁছে দেয় ৬ উইকেটে ১৮২-তে। রাজস্থানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ক্যারিবিয়ান জফরা আর্চার ১৫ রানের বিনিময়ে তুলে নেন ৩টি উইকেট।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রাজস্থানের প্রথম সারির ব্যাটসম্যানরা শুরুটা ভালো করলেও রাহুল ত্রিপাঠি ছাড়া দীর্ঘস্থায়ী হতে পারেননি কেউই। বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন পাঞ্জাব অধিনায়ক রবীচন্দ্রন অশ্বিন। কৃপণ বোলিংয়ের পাশাপাশি তুলে নেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট। বল হাতে সফল মুরুগান অশ্বিনও। ২টি উইকেট নিলেও রান বেশি খরচ করেন শামি।

ওপেনার রাহুল ত্রিপাঠি অর্ধশত রান করলেও তাঁর সঙ্গে জুটি বেঁধে বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ হন বাটলার, স্যামসন কিংবা অধিনায়ক রাহানে। অর্ধশত রান পূর্ণ করে ৪৫ বলে ৫০ করে আউট হন ত্রিপাঠি। বাটলার ফেরেন ২৩ রানে। স্যামসন করেন ২৭, রাহানে আউট হন ২৬ রানে। বোলারদের নিয়ন্ত্রণে ম্যাচ কখনোই বেরোয়নি পাঞ্জাবের হাত থেকে।

তবু শেষদিকে এসে ১১ বলে ৩৩ রানের মারকাটারি ‘ক্যামিও’ খেলে ম্যাচ দখলে নেওয়ার চেষ্টা করেন দলে ফেরা স্টুয়ার্ট বিনি। কিন্তু ১২ রান অদূরেই থমকে যেতে হয় রাজস্থানকে। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান পাঞ্জাব দলনায়ক অশ্বিন। ৯ ম্যাচ খেলে পাঁচটিতে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে এখন চতুর্থ অবস্থানে রয়েছে পাঞ্জাব। অন্যদিকে ৮ ম্যাচ খেলে ছয়টিতে হেরে আরো কোণঠাসা হয়ে পড়ল রাহানের দল। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সপ্তম।

সংক্ষিপ্ত স্কোর

কিংস ইলেভেন পাঞ্জাব: ১৮২/৬ (২০ ওভার)

রাজস্থান রয়্যালস: ১৭০/৭ (২০ ওভার)

(ঢাকাটাইমস/১৭ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

আগামী ২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

এই বিভাগের সব খবর

শিরোনাম :