বাগমারায় দাদন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রকাশ | ১৭ এপ্রিল ২০১৯, ১২:২৫

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীর বাগমারা উপজেলায় মো. কামরুজ্জামান (৩৫) নামে এক দাদন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার বিলসেতি এলাকার একটি বিলে তাকে হত্যা করা হয়। কামরুজ্জামানের বাড়ি উপজেলার মুরালিপাড়া গ্রামে। তার বাবার নাম চাঁন মিয়া।

বুধবার সকালে বিলের ধানক্ষেত থেকে পুলিশ কামরুজ্জামানের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ যায়। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, নিহত কামরুজ্জামান দাদন ব্যবসা করতেন। বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে তার মরদেহ পাওয়া গেছে। টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে এ বিষয়টি নিশ্চিত নয়। হত্যার সঠিক কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকাইমস/১৭এপ্রিল/আরআর/এমআর