দেশে এলো নকিয়া ওয়ান প্লাস

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৯, ১৪:০৮

নকিয়া ফোনের মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল আজ বাংলাদেশের বাজারে নিয়ে এলো অ্যান্ড্রয়েড (গো সংস্করণ) স্মার্টফোন পরিবারের নতুন সদস্য নকিয়া ১ প্লাস ।

নকিয়া ওয়ান প্লাস শুরুর দিকের গ্লোবাল অ্যান্ড্রয়েড ৯ (গো সংস্করণ) স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম। এতে বড় ডিসপ্লেসহ উচ্চমান সম্পন্ন ডিজাইন ও সলিড ইমেজিং সম্পন্ন । ব্যবহারকারীরা এখন তাদের প্রিয় অ্যাপ্লিকেশন, গেমসহ সর্বশেষ অ্যান্ড্রয়েড (গো সংস্করণ) বৈশিষ্ট্যসমূহ- যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট গো উপভোগ করতে পারবেন।

৬৯৯৯ টাকার দামের এই ফোনটি পাওয়া যাচ্ছে লাল নীল এবং কালো এই তিনটি রঙে।

এইচএমডি গ্লোবাল হেড অব এপিএসি রবি কানওয়ার বলেন, পণ্য দর্শন ও পোর্টফোলিওর অংশ হিসেবে নোকিয়া সর্বদা অ্যান্ড্রয়েড এর সর্বোত্তম সরবারাহে বিনিয়োগ করে আসছে । নকিয়া ওয়ান প্লাস এর মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে বড় ডিসপ্লে, দৃঢ় ইমেজিং এবং অনন্য ন্যানো-প্যাটার্ন ফিনিশিং এবং সর্বশেষ এন্ড্রয়েড সংস্করণ ৯ পাই (গো এডিসন) এর মত আকর্ষণীয় ফিচার উপভোগ করতে পারবেন।’

ফোনটিতে ৫.৪৫ আইপিএস ১৮:৯ রেশিওর ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। এতে থাকছে

৮ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :