পুকুর খননের সময় মিলল বিষ্ণুমূর্তি

প্রকাশ | ১৭ এপ্রিল ২০১৯, ১৪:৪৩

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীতে পুকুর খনন করতে গিয়ে কালোপাথরের একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন, এটি কষ্টিপাথরের তৈরি। বুধবার সকাল সাতটার দিকে জেলার দুর্গাপুর উপজেলার বড়ইল গ্রামে পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া যায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটন সরকার গ্রামে গিয়ে মূর্তিটি উদ্ধার করে দুর্গাপুর থানা পুলিশের হেফাজতে দেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব জানান, গ্রামের জেহের সরকার নামের এক ব্যক্তির পুকুর খননের সময় শ্রমিকরা বিষ্ণুর মূর্তিটি পান। ৩০ ইঞ্চি উচ্চতার এই মূর্তির ওজন সাড়ে ২৬ কেজি। মূর্তি উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়া গেলে সেটি জাদুঘরে হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ঢাকাটাইমস/১৭এপ্রিল/আরআর/এমআর