ফল ব্যবসায়ীকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৯, ১৬:৪৯
ফাইল ছবি

কুষ্টিয়ায় ফল ব্যবসায়ী রবিউল ইসলাম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আজ বুধবার বেলা ১১টায় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ আদেশ দেন।

দণ্ড পাওয়া নুর আলমের (৩০) বাড়ি মাদারীপুরের রাজৈর থানার শংকরদি গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

নিহত রবিউল ইসলাম সম্পর্কে নূর আলমের খালাতো ভাই। তারা দুজন চৌড়হাঁস মোড় এলাকায় ‘মামা-ভাগনে’ নামে একটি ফলের দোকানে ব্যবসা করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ জুন চৌড়হাঁস মোড় এলাকায় একটি ড্রামের ভেতর থেকে ফল ব্যবসায়ী রবিউল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুর আলমকে আটক করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ।

রবিউল হত্যার ঘটনায় তার স্ত্রী বর্ণা আক্তার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। টিপু মণ্ডল নামে আরেক আসামিকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :