মৌলভীবাজারের সাত উপজেলার চেয়ারম্যানদের শপথ

প্রকাশ | ১৭ এপ্রিল ২০১৯, ১৭:২৬

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

বুধবার সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার মো. কামাল হোসেন, রাজনগর উপজেলার মো. শাহজাহান খান, কুলাউড়া উপজেলার শফি আহমদ সালমান, জুড়ী উপজেলায় এম এ মুয়িদ ফারুক, বড়লেখা উপজেলায় মো. সোয়েব আহমদ, কমলগঞ্জ উপজেলায় অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলায় শ্রী রনধীর কুমার দেব।

ভাইস চেয়ারম্যানরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলায় হাফিজ আলাউর রহমান টিপু ও মোছা. শাহীনা রহমান, রাজনগর উপজেলায় আলাল মিয়া ও মুক্তি চক্রবর্তী, শ্রীমঙ্গলে প্রেম সাগর হাজরা, মিতালি দত্ত, কমলগঞ্জ উপজেলায় রামভজন কৈরী, বিলকিস বেগম, কুলাউড়া উপজেলায় মো. ফজলুল হক খান ও ফাতেমা ফেরদৌস চৌধুরী, জুড়ী উপজেলায় রিংকু রঞ্জন, রনজিতা শর্ম্মা, বড়লেখা উপজেলায় মোহাম্মদ তাজ উদ্দিন ও রাহেনা বেগম।

গত ১৮ মার্চ মৌলভীবাজারের ৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মৌলভীবাজারের চেয়ারম্যান পদে সাতটির মধ্যে দুইটিতে আওয়ামী লীগ, চারটিতে দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এদিকে সদর উপজেলায় নৌকার প্রার্থী মো. কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ঢাকাটাইমস/১৭এপ্রিল/ইএস