নেত্রকোণায় দুইটি ‘সীমান্ত হাট’ স্থাপনে একমত বিজিবি-বিএসএফ

প্রকাশ | ১৭ এপ্রিল ২০১৯, ২০:৩৩

নেত্রকোণা প্রতিবেদক, ঢাকাটাইমস

নেত্রকোণায় দুইটি সীমান্ত হাঁট স্থাপনসহ অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র চোরাচালান, মাদক ও নারী-শিশু পাচাররোধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মধ্যে সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুর্গাপুরের ১নং দক্ষিণ মাইজ পাড়া ইউনিয়নে মাধুপাড়া সীমান্ত ফাঁড়ির কাছে মনসাপাড়া অ্যাডভ্যানটিজ সেমিনারি অ্যান্ড স্কুলের অডিটোরিয়ামে এই সম্মেলন হয়।

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে বিএসএফ’র ১৪ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশের বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি’র পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিএসএফ’র শিলং সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী আভতার সিং সাহী বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তার সাথে উপস্থিত ছিলেন, বিএসএফ ১৪১ ব্যাটেলিয়নের কমান্ডার শ্রী সত্যবান কাঞ্চি, ৫৮ ব্যালেলিয়নের কমান্ডার শ্রী নীলেন্দ্র গাঙ্গুলী, ৫৮ ব্যাটেলিয়নের টুআইসি স্টাফদের অফিসার রবীন্দ্র মারদানি।

সম্মেলনে ১৯ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান। প্রতিনিধি দলে ছিলেন ৩১ বিজিবির অধিনায়ক কর্নেল মো. শাহজাহান সিরাজ, নেত্রকোণা ব্যাটিলিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান, বিজিবি ময়মনসিংহের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (অপারেশন) অমর খসরুসহ অন্যরা।

নেত্রকোণা ৩১ বিজিবি’র অধিনায়ক কর্নেল মো. শাহজাহান সিরাজ জানান, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র চোরাচালান, মাদক ও নারী-শিশু পাচাররোধে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। এছাড়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধির জন্য বিজিবি-বিএসএফ পর্যায়ে যৌথভাবে খেলাধুলা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাইকেলিং, বিভিন্ন পর্যায়ের কোর্স/ক্যাডারের সম্মিলিত অংশগ্রহণের বিষয়ে উভয় পক্ষ সম্মতি জ্ঞাপন করেন। আর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুইটি ‘বর্ডার হাট’ স্থাপনের পক্ষে উভয় পক্ষ একমত হয়েছে।

সম্মেলন শেষে বিকালে বিএসএফ প্রতিনিধি দলটি ভারতে ফিরে যায় বলে জানান তিনি।

ঢাকাটাইমস/১৭এপ্রিল/ইএস