পাঁচ লিটারে ৭৫০ মি.লি. তেল কম দিয়ে ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৯, ২০:৩৯
ফাইল ছবি

পেট্রোল পাম্পগুলোতে পরিমাণে তেল কম দেয়ার অভিযোগ বেশ পুরোনো। ভোক্তারা অনেক সময় অভিযোগ করেও খুব বেশি উপকৃত হন না। এবার খোদ রাজধানীতে দুটি পাম্পে অভিযান চালিয়ে তেল কম দেয়ার বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সার্ভিল্যান্স টিমের সদস্যরা।

বুধবার টিমের সদস্যরা দেখতে পান বাড্ডার মেসার্স ভাই ভাই অয়েল শপে জ্বালানি তেল প্রতি পাঁচ লিটারে ৭৫০ মি.লি. ও মেসার্স তানজিম এন্টারপ্রাইজে ৬০০ মি.লি. কম দেয়া হয়। এ কারণে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই।

প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

বিএসটিআই থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিম বাড্ডায় মেসার্স ভাই ভাই অয়েল শপে জ্বালানি তেল পরিমাপে প্রতি পাঁচ লিটারে ৭৫০ মি.লি. ও মেসার্স তানজিম এন্টারপ্রাইজ ৬০০ মি.লি. কম দেয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করা হয়।

এছাড়া ভাটারা এলাকার মেসার্স হক বেকারি অ্যান্ড সুইটসের হক ব্রান্ডের বিস্কুট পণ্যের লেবেলে ওজন, মূল্য ও উৎপাদন তারিখ না থাকা এবং ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় মামলা করা হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন। এ সময় পরিদর্শক মো. লিয়াকত হোসেন, মো. রাকিবুল আলম ও মো. বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন

চার বিভাগে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগেই, ছুটি সরকারি ছুটির চেয়ে কম নয়

এই বিভাগের সব খবর

শিরোনাম :