মিডিয়ার সামনে আরও কঠিন সময় আসছে

প্রকাশ | ১৭ এপ্রিল ২০১৯, ২০:৪৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১৪:০৯

নঈম নিজাম

পশ্চিমবঙ্গের প্রভাবশালী মিডিয়া পরিবার আনন্দবাজার পত্রিকা ও টেলিগ্রাফ গত কয়েক মাস ধরে বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় করছে। বাংলাদেশেও একই সময়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় চাকরি হারাচ্ছেন সাংবাদিকরা। আগামীতে মিডিয়ার সামনে আরও কঠিন সময় আসছে।

মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া থেকে। এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। শুধু বড় বড় কথা বলে চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় না। সকল পর্যায়ের মিডিয়াকর্মীদের ভাবতে হবে আগামীর সময়গুলো নিয়ে।

সতর্ক এখনই না হলে বাংলাদেশের মিডিয়া আরও কঠিন সংকটে পড়বে আগামী তিন বছরের মধ্যে।

লেখক: সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন